আগামী অক্টোবর অর্থাৎ আশ্বিন মাসের প্রথম পূর্ণিমার আগের চার দিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ নিয়ে একাধিক প্রস্তাব থাকলেও বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের পরামর্শ সাপেক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সরকারের এ সিদ্ধান্তের কথা রোববার লিখিত আকারে সংসদীয় কমিটিকে অবহিত করা হয়েছে। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জানান হয়, কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এর মধ্যেই মা ইলিশ ধরা বন্ধ রাখার সময় বাড়িয়ে ২২ দিন করেছে। আগামী অক্টোবর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ ছাড়া ইলিশের চারটি অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এখন মাছ ধরা বন্ধ রয়েছে। সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে আগামী অক্টোবরে অভিযানের আগেই প্রয়োজনীয়সংখ্যক ভিজিলেন্স টিম গঠন করা হবে। গত বছর এ কাজে প্রায় এক হাজার ২০০ মোবাইল কোর্ট নামানো হয়েছিল।
Read More News