দেশে ফিরেই অভিনয়ে ফেরার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। যার নির্দেশনায় সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন তার নির্দেশনাতেই অভিনয়ে ফিরছেন তিনি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় একটি ঈদের নাটকে কাজ করার মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন মোনালিসা। যথারীতি এতে তার বিপরীতে থাকবেন মোশাররফ করিম। আসছে ১৬ এপ্রিল থেকে মোনালিসা আবারো অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। আবারো অভিনয়ে ফেরা প্রসঙ্গে সুহাসিনী মোনালিসা বলেন,‘ অবশ্যই মনের ভেতর ভালোলাগা কাজ করছে যে আবারো অভিনয়ে ফিরছি। সত্যিই দেশের বাইরে থাকাকালীন সময়ে দেশকে যেমন প্রতিটি মুহুর্তে মিস করেছি ঠিক তেমনি আমার নিজের আঙ্গিনা অর্থাৎ অভিনয় এবং মডেলিং খুব মিস করেছি। দেশে ফিরেছি, নিজের মাটিতে ফিরেছি, মায়ের কোলে ফিরেছি-কী যে ভালোলাগছে তা ভাষায় প্রকাশ করে বুঝানো যাবেনা। আরো ভালোলাগার বিষয় হচ্ছে যে দীর্ঘদিন যাদের সঙ্গে কাজ করেছি আমার সেইসব প্রিয় প্রিয় সহকর্মী, কলাকুশলী বৃন্দের সঙ্গে দেখা হবে সেটাও আমার জন্য আনন্দের। সবাই আমার জন্য দোয়া করবেন যে ক’টা দিন দেশে থাকবো যেন ভালো থাকি, সবাইকে নিয়ে আনন্দে সময়টা কাটাতে পারি। ’ মোনালিসা আরো জানান, ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনেও কাজ করবেন তিনি। তবে তা এখনো চুড়ান্ত হয়নি। নাটকে কাজ করার ব্যাপারে মোনালিসা জানান, তিনি খুব বেছে বেছেই কাজ করবেন। টানা কাজ করার আগ্রহ নেই তার। মোনালিসা আরো জানালেন আসছে ঈদ পর্যন্ত তিনি দেশে থাকবেন। উল্লেখ্য গত শনিবার রাতের ফ্লাইটে আমেরিকা থেকে ফিরেন মোনালিসা।
Read More News