ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন মোবাইল ফোনের সিম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট রিটেইলারের লাইসেন্স বাতিল করা হবে। এ অবস্থায় অভিযুক্ত রিটেইলারকে পুলিশে সোপর্দের নির্দেশ দিয়েছেন তিনি।
Read More News
আজ রোববার সকালে বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশন সচেতনতা বাড়াতে সচিবালয় থেকে প্রেসক্লাব পর্যন্ত বাংলা লিংক রোড শো-তে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।