দুর্নীতি মামলায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রায় রিভিউয়ের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টে মামলাটির পুনরায় শুনানি চলতে আর বাধা থাকল না। একই সঙ্গে নিম্ন আদালত দেওয়া ১৩ বছরের কারাদণ্ডও বহাল থাকল।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত বছর ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মায়াকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আবার শুনানির আদেশ দেন আপিল বিভাগ। এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন ত্রাণমন্ত্রী।
Read More News
শুনানিতে মায়ার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
দুদকের আইনজীবী জানান, মায়ার রিভিউ আবেদন খারিজ হওয়ার ফলে তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলতে আর কোনো বাধা থাকল না।