গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলনে হুশিয়ারি

রবিবার রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে সাবেক ফুটবলার অসুস্থ আইনুল হককে দেখতে গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন যাবে বলে সরকারকে হুশিয়ারি করেছেন ।

তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
Read More News

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দুর্নীতি জায়েজ করতে ও জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে বিএনপি।

তিনি বলেন, গণতন্ত্রের চেতনা ধারণ করে এ দেশের মানুষ মক্তিযুদ্ধ করেছিল। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরাপুরি অগণতান্ত্রিক সরকারর নিয়ন্ত্রনে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *