আফ্রিদি-ওয়াকার সম্পর্কের মারাত্মক অবনতি !

পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ ওয়াকার ইউনিস বলেছেন, দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে বোর্ডকে পাঠানোর রিপোর্ট ফাঁস হওয়ার পর তার সাথে টি২০ টিমের সদ্য পদত্যাগকারী অধিনায়ক শহিদ আফ্রিদির সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে।
দলের খারাপ পারফরমেন্সের জের ধরে ওয়াকার ইউনিস নিজেও কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
ওয়াকার শনিবার ক্রিকইনফোকে বলেন, তার রিপোর্টটি ছিল কেবলই বোর্ডের জন্য। দুর্ভাগ্যজনকভাবে রিপোর্ট ফাঁস হয়ে গেছে।
৪৪ বছর ওয়াকার বলেন, আফ্রিদির সবচেয়ে বড় দুর্বলতা হলো তার মেজাজ। আর আফ্রিদি অধিনায়ক হিসেবে সফলও ছিলেন না।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *