সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন।
আগামী ১৭ মের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে পরদিন ১৮ মে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন শিক্ষক নেতারা।
এতে সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়ার তালুকদার লিখিত বক্তব্য দেন ও সমিতির মহা সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সমিতির কার্যকরী সভাপতিসহ কেন্দ্রীয় শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
Read More News
ছয় দফা দাবির মধ্যে রয়েছে, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসহ উন্নীত বেতন স্কেলে দ্রুত নিরসন, সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারণ, সদ্য জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের ১৪ জুলাই ২০০৮ এর পরিপত্রে পদ সৃষ্টি শব্দটি পরিবর্তন করে স্বীকৃত পদের অনুকুলে টাইম স্কেল, পিআরএলসহ অবসরকালীন সব আর্থিক সুবিধা প্রদান।