দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
Read More News
ওই কিশোরীর ভগ্নিপতি বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেন বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম আসামি পরিতোষ চন্দ্র পাল (২৪) কাহারোল উপজেলার সুলতানপুর পালপাড়া গ্রামের অনিল পালের ছেলে মামলায় বলা হয়েছে, ওই কিশোরী প্রায় আড়াই বছর ধরে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার প্লান্ট অপারেটরের বাসায় গৃহকর্মীর কাজ করতো। গত ১৫ মার্চ সকাল ১১টার দিকে গৃহকর্তা ও তার স্ত্রী কর্মস্থলে চলে গেলে ওই কিশোরীর আত্মীয় পরিতোষ চন্দ্র পাল বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং তা মোবাইল ফোনে ধারণ করে বড়পুকুরিয়া বাজার এলাকার ছড়িয়ে দেয়। ওসি মাহমুদুল বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।