বেলজিয়ামকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল আর্জেন্টিনা। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে টানা দুই ম্যাচ জেতার পুরস্কার পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অবশ্য পিছিয়েছে। টানা দুই ম্যাচ ড্র করা পাঁচবারের চ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে নেমে গেছে সাতে।
এ মাসেও বাংলাদেশ আছে ১৭৭ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান (১৪৭), মালদ্বীপ (১৬০) ও ভারত (১৬২)। তথ্যসূত্র : ফিফা।
Read More News
র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০
১. আর্জেন্টিনা ১৫৩২
২. বেলজিয়াম ১৩৫২
৩. চিলি ১৩৪৮
৪. কলম্বিয়া ১৩৩৭
৫. জার্মানি ১৩০৯
৬. স্পেন ১২৭৭
৭. ব্রাজিল ১২৫১
৮. পর্তুগাল ১১৮৪
৯. উরুগুয়ে ১১৫৮
১০. ইংল্যান্ড ১০৬৯