ইরাকের ফালুজায় ত্রাণ সহায়তা ঢুকতে দিতে ইরাকি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংগঠনটি জানায়, ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা শহরটির ১০ হাজার বাসিন্দা তীব্র খাদ্য সংকটে অনাহারে দিনাতিপাত করছেন।
গত বছর আইএসের দখলে যাওয়া শহরটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় ইরাকি সেনাবাহিনী, পুলিশ ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা সম্পূর্ণভাবে শহরটি অবরুদ্ধ করে রেখেছে।
খাদ্যাভাবে শহরটির বাসিন্দারা ঘাসের সুপ ও পচা আটার তৈরি রুটি খেয়ে প্রাণ রক্ষার চেষ্টা করছেন। স্বাভাবিকের চেয়ে ৫০ গুণ বেশি দামে খাবার বিক্রি হচ্ছে সেখানে।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর জো স্টোর্ক বলেন ‘ফালুজার লোকজন সরকারি বাহিনী দ্বারা অবরুদ্ধ ও আইএসের দ্বারা বন্দী অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছেন।’
২০১৪ সালের জানুয়ারি মাসে ইরাকের প্রথম হিসেবে ফালুজা আইসের হাতে পতন হয়। শহরটিকে আইএসের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: রয়টার্স