ঝড়ে গাছ পড়ে সিলেটের সঙ্গে রেল যোগযোগ বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে ঝড়ের কারণে রেললাইনের উপর অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
Read More News

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার মো. নাজমুল বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।

বুধবার মধ্যরাত থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ঝড়ো বাতাস শুরু হয়। ঝড়ে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে রেললাইনে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে। রাত ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নাজমুল জানান, লাইন বন্ধ থাকায় সিলেট থেকে আসা উপবন একপ্রেস লাউয়াছড়ায় এবং চট্টগ্রাম থেকে আসা উদয়ন ও জালালাবাদ একপ্রেস হবিগঞ্জের রশীদপুরে আটকা পড়েছে।

সকালে গাছ সরানোর কাজ শুরু করেছে বন বিভাগের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *