দেশের বিভিন্ন পেট্রল পাম্পে আগামীকাল বৃহস্পতিবার থেকে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন যেসব পাম্পের বিরুদ্ধে ভেজাল দেওয়া ও ওজন কমের অভিযোগ প্রমাণিত হবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। নসরুল হামিদ বলেন আমাদের কাছে তথ্য আছে এক হাজার ২০০ পেট্রল পাম্প ভেজাল মেশায় ও ওজনে কম দেয়। এই তালিকা ধরে আকস্মিক অভিযান চালানো হবে। অভিযোগের প্রমাণ পেলে জরিমানা, লাইসেন্স বাতিল, এমনকি পাম্প বন্ধ করে দেওয়া হবে।
Read More News
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।