টাঙ্গাইলে চলন্ত বাসে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আরেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. হামিদুল ইসলামের আদালতে জবানবন্দি দেন আসামি রেজাউল করিম জুয়েল।
মামলার তদন্তকারী কর্মকতা ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা একথা জানান।
শুক্রবার ‘বিনিময় পরিবহনের’ চলন্ত বাসে এক পোশাক শ্রমিক ধর্ষিত হন। ওই ঘটনায় বাসের চালক হাবিবুর রহমান নয়ন ও তার দুই সহযোগী রেজাউল ও আব্দুল খালেক ভুট্টোকে গ্রেপ্তার করে পুলিশ।
Read More News
শনিবার নয়ন ও রেজাউলকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। খালেক আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।
ওসি মোহাম্মদ হাসান বলেন, “মঙ্গলবার নয়ন ও রেজাউলের তিন দিনের রিমান্ড শেষ হয়। দুপুর ১২টায় রেজাউলকে আদালতে হাজির করলে তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”
এখন পর্যন্ত এ মামলায় দুজন জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল।
মঙ্গলবার নয়নের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। যেকেনো সময় তাকেও আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী ওই নারীর স্বামী বলেন, বৃহস্পতিবার গাজীপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন তার স্ত্রী।
শুক্রবার সকালে সেখান থেকে গাজীপুর ফেরার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহনের বাসে ওঠেন। ওই বাসের চালক ও দুই সহকারী বাসের মধ্যে তাকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে।