এবার বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট কোম্পানি হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর হুয়াওয়ে টেকনলোজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু তাকে পরিচয় করিয়ে দেন। এর আগে সোমবার স্ত্রী শিশিরকে নিয়ে মোবাইল অপারেটর বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন সাকিব। হুয়াওয়ে টেকনলোজিস’র প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু বলেন, নতুনত্ব ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে হুয়াওয়ে। বিশ্বের শীর্ষ অপারেটরদের পাশাপাশি বাংলাদেশেও গ্রামীণফোন, বাংলালিংক ও রবির নেটওয়ার্ক সল্যুশন সেবা দেয়ার কাজও করছে হুয়াওয়ে। বিগত ২০১৫ সালে কোম্পানীর ৬১ বিলিয়ন রাজস্ব আয়ের তথ্য তুলে ধরে হাওফু জানান, বিশ্ববাজারে তাদের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। গত বছর চীনের বাজারে প্রথম, বিশ্বে তৃতীয় এবং উদ্ভাবনী কোম্পানির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সাকিব আল হাসান জানান, আগামী দুই বছরে হুয়াওয়ের মতো একটি সুবিখ্যাত ব্র্যান্ডের সাথে কাজ করে কোম্পানিটিকে দেশের বাজারে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে তার। পাশাপাশি হুয়াওয়ে পণ্যের মান ও গ্রাহক সেবার বিষয়ে অনন্য ভূমিকায় থাকবে বলেও আশা করেন তিনি। তিনি বলেন, খেলায় যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রেরণা দেয় সেটা হল আত্মবিশ্বাস। হুয়াওয়ের সাথে কাজ করার ক্ষেত্রেও আমি আত্মবিশ্বাসী। সম্মিলিতভাবে কাজ করলে হুয়াওয়েকে দেশের একনম্বর ব্র্যান্ডে পরিণত করা সম্ভব।
Read More News