বয়স মাত্র চার মাস। এর মধ্যেই সে সেলেব তকমা পেয়েছে। এ বার তাকে ওয়োলকাম করার নিমন্ত্রণ করতেই সকলকে কেক, চকোলেট পাঠালেন তার বাবা-মা।এই ছোট্ট সেলেব হল আদিরা চোপড়া। রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার কন্যে। আদিরাকে আশীর্বাদ করার জন্য নিজেদের বন্ধুদের নিমন্ত্রণ করেছেন রানি এবং আদিত্য। নিমন্ত্রণ করার জন্য বেবি-পিঙ্ক রঙের একটা ছোট্ট বেবি কট পাঠিয়েছেন। যাতে ভর্তি রয়েছে কেক, চকোলেট, ফুল এবং বেলুন। অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে কবে, কোথায়, আদিরাকে সকলে আশীর্বাদ করতে আসবেন, তা এখনও জানা যায়নি।
Read More News
ExamsWorld