এক কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের কুমিল্লার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Read More News
গ্রেপ্তার হওয়া আবু সালেহ মাহমুদ কৃষি ব্যাংকের কুমিল্লা মনোহরপুর শাখার আইটি পরিদর্শক। ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের হিসাব শাখা থেকে এক কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে আজ দুপুরে দুদকের কুমিল্লার উপপরিচালক আবুল কালাম আজাদ অভিযান চালিয়ে কুমিল্লার মনোহরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে বিকেলে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে আদালত আসামি আবু সালেহ মাহমুদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।