বার্ষিক হোয়াইট হাউজ করোসপন্ডেন্ট ডিনারে আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসেই এই নৈশভোজ হবে। এটিই হবে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার আয়োজনে শেষ নৈশভোজ।
৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা এখন কানাডার মন্ট্রিলে টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে ব্যস্ত আছেন। তিনি নৈশভোজে অংশ নেবেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Read More News
একটি সূত্র জানিয়েছে, ‘কোয়ান্টিকো’র নতুন মৌসুমে কাজ করছেন প্রিয়াঙ্কা। এছাড়া ‘বেওয়াচ’ ছবিতে কাজ করবেন তিনি। তাই প্রিয়াঙ্কা হোয়াইজ হাউজে নৈশভোজে অংশ নেবেন কিনা সেটি আগামী সপ্তাহে নিশ্চিত হওয়া যাবে।
প্রিয়াঙ্কা ছাড়াও অভিনেতা ব্রাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা ও গায়িকা গ্লাডিস নাইটও আমন্ত্রণ পেয়েছেন।