ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দুইবার জিতল ওয়েস্ট ইন্ডিজ।
Read More News
এবারের আগে দুই দলই একবার করে পৌঁছেছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ সালের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। আর ২০১২ সালের বিশ্বকাপে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেট কিপার), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, আদিল রশিদ ও লিয়াম প্লাংকেট।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জনসন চার্লস, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, দিনেশ রামদিন (উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েইট, স্যামুয়েল বদ্রি ও সুলেমান বেন।