কারাবাখ নিয়ে লড়াই:আযারবাইজানের যুদ্ধবিরতি

আযারবাইজানের সরকারী বাহিনীর সঙ্গে সেদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল নাগোর্নো- কারাবাখের বাহিনীর মধ্যে যে তীব্র লড়াই চলছিল তার মধ্যেই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে আযারবাইজান।

আযারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আযারবাইজান সদিচ্ছা দেখিয়ে একতরফাভাবেই সহিংসতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে”।

তবে নিজেদের বাহিনী হামলার শিকার হলে পাল্টা হামলা চালানো হবে বলেও সতর্ক করেছে আযারবাইজান।
Read More News

কিন্তু আর্মেনিয়া নিয়ন্ত্রিত কারাবাখ বাহিনী বলছে যে আযারবাইজানের সরকারী বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই এখনও চলছে।

নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি ভূখণ্ডগতভাবে আযারবাইজানের ভিতরে হলেও আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত।

১৯৯৪ সালে আযারবাইজানের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী লড়াই শেষ হওয়ার পর থেকে এলাকাটি আর্মেনিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু এখানে প্রায়ই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার রাতে শুরু হওয়া দু’পক্ষের মধ্যে এই লড়াইয়ে ৩০জন সেনা সদস্য ও বেসামরিক মানুষ নিহত হয়। রোববারও এই সংঘর্ষ অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *