ভুটানের অনুপ্রেরণায় ‘সুখ’ বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। প্রদেশটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার জনগণকে সুখী রাখতে সুখ বিষয়ক সূচকের ওপর গুরুত্বারোপ করতে এই ‘ডিপার্টমেন্ট অব হ্যাপিনেস’ গঠনের ঘোষণা দেন।
পার্শ্ববর্তী দেশ ভুটানেও একই ধরনের বিভাগ রয়েছে যারা জনগণের সুখ-দু:খের এ সূচককে গুরুত্ব দিয়ে থাকে।
বৃহস্পতিবার প্রদেশ বিজেপির নির্বাহী কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী চৌহান বলেন, শুধুমাত্র পার্থিব বিত্ত-বৈভব কিম্বা উন্নয়ন দিয়ে জনগণের জীবনে সুখ আসে না বরং হতাশা বা অন্যকোন কারণ থেকে তারা যেন আত্মহত্যার মত কোন চরম সিদ্ধান্ত না নেয় সেজন্য ইতিবাচক বিষয়গুলোকে প্রসারিত করতে হবে।
Read More News
তিনি এও বলেন, ভারতের মধ্যে এটিই হবে প্রথম কোন প্রদেশ যেখানে সুখ বিষয়ক মন্ত্রণালয় খোলা হবে। আর এক্ষেত্রে ভুটান আমার অনুপ্রেরণার উৎস যা বিশ্ববাসীকে ৭০ দশকের পেছনের সুখের সূচকের ধারণাকে উপহার দেবে।