রাজধানীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজধানীর আগারগাঁও এলাকার সমাজসেবা অধিদফরের সামনে থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুদ রানা (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাব-২ এর অপারেশন অফিসার সহকারি পলিশ সুপার (এএসপি) ইয়াছির আরাফত জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আগারগাঁও নিউ কলোনি কবর স্থানের গেটের সামনের রাস্তায় অস্ত্র ব্যবসায়ীর অস্ত্র বেচাকেনা করে আসছে। এমন খবরে নজরদারীর মাধ্যমে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্র ব্যবসায়ী মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাসুদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাদে মাসুদের দেওয়া তথ্য অনুয়ায়ী এএসপি ইয়াছির আরাফাত আরো জানান, দীর্ঘদিন ধরে মাসুদ অস্ত্র ব্যবসার সাথে জড়িত।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *