নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, রাত ৯টার দিকে কাঁচপুরের একটি রি-রোলিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।