নার্স নিয়োগের শর্ত বদলের দাবিতে শাহবাগে অবরোধ

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় শাহবাগ মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে চারপাশে দীর্ঘ যানজট তৈরি হয়।লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ।দুপুর ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।এদিকে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শাহবাগ এলাকায় আবার যান চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর বর্তমানে থেমে থেমে যানবাহন চলছে। ছত্রভঙ্গ অবরোধকারীদের অনেককে শহীদ মিনার এলাকার দিকে যেতে দেখা গেছে।
Read More News

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন ওরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ করে রেখেছিল।

এখানে দুটি হাসপাতালও আছে। হাসপাতালে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কারণে আমরা তাদের বারবার রাস্তা ছেড়ে যেতে বলেছি। কিন্তু তারা সরেনি।

ঘটনাস্থল থেকে সাত থেকে আটজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন এ বিষয়ে একটি মামলা হবে।

এর আগে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)।অবরোধে শাহবাগের মূল রাস্তার সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ ওই পথ দিয়ে চলাচলকারীরা।

গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্সের ৩ হাজার ৬১৬ পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *