রবিবার বিশ্বকাপের সুপার টেনে নিজেদের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে তারা। ভারতকে লক্ষ্য বেঁধে দেয় ১৬১ রানের।
দ্বিতীয়ার্ধে ভারত বিরাট কোহলির ব্যাটিংয়ে ভর করে অনেকগুলো চার ছয় নিজেদের থলিতে ভরে। বিরাট কোহলির ৫১ বলে ব্যক্তিগত ৮২ রান ভারতকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে। তার সঙ্গে জোরালো জুটি বেঁধে দলের জন্য শক্তিশালী ভিত গড়েন মহেন্দ্র সিং ধোনী।
শেষ পর্যন্ত খেলায় ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় ভারত। অপরাজিত থাকেন বিরাট এবং ধনী। হাতে তখনও তাদের ৬টি উইকেট।
চিন্নাস্বামী স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে চলে গেল ভারত। আর এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ।