ছেলেবেলায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে চা বিক্রির কথা প্রায়ই বিভিন্ন জনসভায় বলে থাকেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দাবি করলেন, গুজরাটের ভডনগর রেলস্টেশনে তিনি অাসাম চা বিক্রি করতেন। রবিবার পিটিআইয়ের বরাত দিয়ে এখবর দিয়েছে ভারতের বাংলা দৈনিক এবেলা। শনিবার অাসামের তিনসুকিয়ার নির্বাচনী জনসভায় মোদি আরও বলেন, ‘‘তখন দেখতাম, অাসাম চা ক্রেতারা সবচেয়ে বেশি পছন্দ করতেন।
Read More News
সেকারণে অাসামের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের।’’ এদিকে, ষাটের দশকে মেহসানা জেলার প্রত্যন্ত রেলস্টেশনের চায়ের দোকানে আলাদা করে অাসাম ব্র্যান্ডের চা বিক্রি করা সম্ভব কি না, তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। অাসামে প্রথম দফায় মোট ৭টি জনসভা করার কথা মোদির।