সেলফি তোলা কি মানসিক রোগ?

সকালে ঘুম থেকে উঠেই একটা সেলফি। রাস্তা-ঘাট, হাসপাতালসহ সর্বত্র যেন সেলফি জোনে পরিণত হয়েছে। বাংলাদেশের সব বয়সীরা এখন সেলফি জ্বরে আক্রান্ত। কেউবা এটা করছেন জেনে বুঝে, আবার কেউবা না জেনেই তুলছেন সেলফি। মূলত এর কোন সুনির্দষ্ট অর্থ নেই। তারপর তরুণ তরুণীদের কাছে এটা জনপ্রিয়।

নাক, চোখ ও মুখের নানান ভঙ্গিতে ছবি তুলে নানান সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। এমনকি সেলফিকে নিয়ে তৈরী হয়েছে নাটক ও গান।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সেলফির হাওয়া লেগেছে এখন সব বয়সের নারী পুরুষের গায়। মার্কিন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বারাক ওবামাও তুলছেন সেলফি। এমনকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গায়েও লাগছে সেলফি হাওয়া।
Read More News

এটাকে রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে সেলফি ভয়াবহ ব্যাধিতে রূপ নিতে পারে বলে মনে করছেন গবেষকরা।

এদিকে সেলফিকে একটি মানসিক ভারসাম্যহীণ বিষয় বলে ঘোষণা করেছে- আমেরিকান সাইকিয়াটিক এসোসিয়েশন। গবেষণায় উঠে আসে পারিবারিক বন্ধনের শীথিলতার কারণে মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে ভার্চুয়াল জগতের দিকে। সামাজিক মাধ্যমে একটা সেলফি দিয়ে নিজেকে সামাজিক প্রমানের চেষ্টায় মগ্ন সবাই। পশ্চিমা এই ট্রেন্ডের হিড়িক পড়েছে বাংলাদেশেও।

বিশ্লেষকরা বলছেন, পারিবারিক বন্ধন বাড়াতে না পারলে, আমাদের দেশেও সেলফি রুপ নিতে পারে এক ভয়ংকর ব্যাধিতে। তাই এটাকে রোধ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *