টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়ে শেষ হাসিটা ধরা দেয়নি। তবে ব্যক্তিগত পারফরমেন্সে কিন্তু অন্যদের ছাড়িয়ে গেছেন বাংলাদেশিরা। টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫ ম্যাচে ৯৭.৩৩ গড়ে তার রান ২৯২। তালিকায় দুই নম্বরে থাকা আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের রান ১৯৮। খেলেছেন তামিমের চেয়ে এক ম্যাচ বেশিও। ৩ ম্যাচে ১৪৩ রান করে তিনে আছেন ইংল্যান্ডের জো রুট। পরের দুটি স্থান অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যানের দখলে। ৬ ম্যাচে ১৩৫ রান করে চারে সাব্বির রহমান। সমান ম্যাচে ১২৭ রান করে সাকিব আল হাসান আছেন পাঁচে। ব্যাটিংয়ের মতো বোলিংয়ে শীর্ষে এক বাংলাদেশি। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে সাকিব। সমানসংখ্যক ম্যাচে আফগানিস্তানের মোহাম্মদ নবীও ১০ উইকেট নিয়েছেন। তবে বোলিং গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছেন আফগান স্পিনার। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনে আছেন আফগানিস্তানের আরেক স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার মাত্র ৩ ম্যাচেই ৮ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান মিকেরেন আছেন পাঁচে। ৬ ম্যাচে বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনও ৬ উইকেট নিয়েছেন। তবে বোলিং গড়ে পিছিয়ে থাকায় আল-আমিন আছেন ছয়ে।
Read More News