বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

টি ২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। অজিদের দেয়া ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শহীদ আফ্রিদির পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। এর আগে শুক্রবার মোহালিতে টসে জয়লাভ করেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ভালোই শুরু করে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ওভারের চতুর্থ বলে উসমান খাজাকে পরিষ্কার বোল্ড আউট করেন ওয়াহাব রিয়াজ। খাজা ২১ রান করেন। ষষ্ঠ ওভারে বল করতে এসে ফের আঘাত হানেন ওয়াহাব। ওয়ার্নারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ওয়ার্নার মাত্র ৯ রান করেন। অষ্টম ওভারে ইমাদ ওয়াসিম সরাসরি বোল্ড আউট করেন ফিঞ্চকে। ফিঞ্চ ১৫ রান করেন। এরপর স্মিথের সঙ্গে জুটি গড়েন ম্যাক্সওয়েল। তাদের জুটিতে আসে ৬২ রান। ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে ঝড় তোলেন। তবে ১৮ বলে ৩০ রান করে ইমাদের বলে আউট হন তিনি।
Read More News

পরে ওয়াটসনকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন স্মিথ। তাদের জুটিতে আসে ৭৪ রান। স্মিথ ৪৩ বলে অপরাজিত ৬১ এবং ওয়াটসন ২১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে অজিরা। ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল পাকিস্তান। তবে অজিদের দেয়া বিশাল টার্গেট টপকানো সম্ভব হয়নি। অজি বোলার ফকনারের বোলিং তোপে ১৭২ রানে থামতে হয় পাকিস্তানকে। পাকিস্তানের হয়ে খালিদ লতিফ সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া শোয়েব মালিক ২০ বলে অপরাজিত ৪০, শারজিল খান ১৯ বলে ৩০ এবং উমর আকমল ২০ বলে ৩২ রান করেন। জেমস ফকনার ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। এই জয়ের ফলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *