সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আইএসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা যেতে পারে; মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিউলিয়ানি। দ্য ও’রিলি ফ্যাক্টর নামের একটি টেলিভিশন শো’তে তিনি এ মন্তব্য করেন।
Read More News
রুডি গিউলিয়ানি বলেন, ‘সিরিয়া ও ইরাকের অংশবিশেষ নিয়ন্ত্রণকারী এ সন্ত্রাসী সংগঠনটিকে সৃষ্টির দায়ভার হিলারিকে বহন করতে হবে। কারণ প্রেসিডেন্ট বারাক ওবামা’র প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।’ নিউ ইয়র্ক সিটির সাবেক এ মেয়র বলেন, ‘হিলারি আইএস সৃষ্টিতে সহায়তা করেছেন।’
আইএস সৃষ্টিতে হিলারি কেন দায়ী এমন প্রশ্নেরও উত্তর দেন রুডি গিউলিয়ানি। তিনি বলেন, ‘ইরাক থেকে আমাদের প্রশাসনের অংশবিশেষ প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে এটা করা হয়েছে। সাবেক ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি প্রশাসন থেকে আমাদের একটা অংশ হয়ে যাওয়ার মাধ্যমে আপনি শিয়াদের একটা পছন্দের ক্ষেত্র তৈরিতে জোর করেছেন। সিরিয়ায় যথাসময়ে হস্তক্ষেপ করার মাধ্যমে এটা করা হয়েছে।’
রুডি গিউলিয়ানি বলেন, ‘হিলারি ক্লিনটন প্রেসিডন্ট ওবামা’র নীতিতে শক্ত অবস্থান নিতে পারেননি। তার একমাত্র বিকল্প ছিল, তিনি এটা বলতে পারতেন যে, তিনি পদত্যাগ করবেন।’ সূত্র: হাফিংটন পোস্ট।