মার্কিন ব্যাংক হ্যাকিং: ৭ জন ইরানি অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে সাইবার হামলার অভিযোগে ইরানের সাতজন হ্যাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংকসহ প্রায় ৫০টি আর্থিক প্রতিষ্ঠান, এবং নিউ ইয়র্ক ড্যাম-এ হামলার জন্য ঐ ব্যক্তিদের অভিযুক্ত করা হয়।
মাত্র আগের দিনই মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার দায়ে একজন চীনা নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা করা হয়।
বিচার বিভাগ বলছে, যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ইরানের ভেতরে থেকেই মার্কিন প্রতিষ্ঠানগুলোতে হ্যাকিং-এর চেষ্টা করছিলো।
Read More News

অভিযুক্তরা ইরান সরকারের হয়ে কাজ করছিলো বলেই অভিযোগ যুক্তরাষ্ট্রের।
এছাড়া এর সাথে ইরানের সেনাবাহিনী রেভ্যুউলিশনারি গার্ড-ও জড়িত রয়েছে বলেও ধারণা করছে বিচার বিভাগ।
মার্কিন এ্যটর্নি জেনারেল, লরেটা লিঞ্চ বলেছেন হ্যাকাররা অত্যন্ত অভিজ্ঞ এবং যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, অ্যামেরিকার অনলাইন অপারেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই সকল হামলা চালানো হয়েছে।
এসব হামলার কারণে হ্যাকিং-এর শিকার প্রতিষ্ঠানগুলোর মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান হয়েছে বলেও উল্লেখ করেন লরেটা লিঞ্চ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *