পাবনার সাঁথিয়ায় কীর্তন শুনতে যাওয়ার সময় এক কলেজছাত্রীকে ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার পুন্ডুরিয়ার গ্রামের ওই মেয়েটির চিকিৎসার খোঁজ নিতে জেলা প্রশাসক রেখা রানী বালো পাবনা সদর হাসপাতালে যান।
সাঁথিয়া থানার এসআই জাকির হোসেন জানান, পাবনা এডওয়ার্ড কলেজের স্নাতকের ওই ছাত্রী বাদী হয়ে সোমবার দুজনের নাম উল্লেখসহ চার জনকে আসামি করে সাঁথিয়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
Read More News
পাবনা সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসাল্টেন্ট সাবেরা গুলরুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে।তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধর্ষকরা ঘটনার ২৪ ঘণ্টা পর্যন্ত বাড়ি থেকে বের হতে দেয়নি বলে অভিযোগ করেছেন মেয়েটির মা।
তিনি বলেন, “ওরা আমাদের বাড়ি থেকে বের হতে দেয়নি। এলাকায় ফিরলে মেরে ফেলবে আমাদের।আমি এর সুষ্ঠু বিচার চাই।”
পরিবারের বরাত দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা শাখার সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে মেয়েটির পরিবারের সবাই প্রতিবেশীর বাড়িতে কীর্তন শুনতে যায়।কীর্তন শুনতে যাওয়ার জন্য ঘরে তালা দিয়ে বের হচ্ছিল সে।
এ সময় তাকে একা পেয়ে অস্ত্রের মুখে পাশের একটি খালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে স্থানীয় হাফিজুল, ফরিদসহ চার দুর্বৃত্ত। পরে মেয়েটির চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে তারা পালিয়ে যায়।