অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে ব্রিটিশ ফুটবলার এ্যাডাম জনসনের ছয় বছরের কারাভোগ আজ থেকে শুরু হচ্ছে।
পেশাদার ফুটবলারদের সংগঠনের চেয়ারম্যান গর্ডন টাইলর জানিয়েছেন, ফুটবলের সুনাম ক্ষুণ্ণ করেছেন মি. জনসন, ফলে শাস্তি শেষে তার নতুন করে ক্যারিয়ার শুরুর সম্ভাবনাও খুবই কম।
ফেব্রুয়ারিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করলে মি. জনসনকে বরখাস্ত করে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড।
এর আগে আটাশ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান এডিডাস।
পনের বছর বয়সী ঐ কিশোরী মি. জনসনের ভক্ত ছিল এবং সেই সুযোগে তিনি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে অভিযোগ ওঠার পর ২০১৫ সালে মি. জনসন গ্রেপ্তার হন।
Read More News