বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় উদ্ভূত পরিস্থিতি অনুকূলে আনতে তার বাহিনী গুলি করতে বাধ্য হয়েছিল। তবে এক্ষেত্রে যথাযথ আইন আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে আয়োজিত বাহিনীর তিনটি নতুন হাসপাতালে টেলি কনসালটেশন প্রোগ্রাম ও নবগঠিত তিনটি হাসপাতালের মধ্যে টেলিমেডিসিন কনফারেন্সিং উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গুলির ঘটনা সম্পর্কে বিজিবি মহাপরিচালক বলেন, তখন রাত ছিল।
Read More News
পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কোনো উপায় ছিল না। বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছিল। গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে। প্রসঙ্গত, গত ২২ মার্চ প্রথম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের একাধিক স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কয়েকজন নিহত হয়।