তিনি যতই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হন, যতই স্টাইল আইকন হন, যতই সেলিব্রিটি হন, মায়ের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই সহজ-সরল। আর পাঁচজন সন্তানের মতোই। মা-কে এতই ভালবাসেন যে, তাঁর সামান্য ক্ষতি হতে পারে, সেই আশঙ্কায় অস্থির হয়ে ওঠেন। ছটফট করতে থাকেন, মায়ের জন্য। এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মা ডোলারেস অ্যাভেইরোর জন্য বডিগার্ড রাখার কথা ভাবছেন! কেন?
Read More News
হঠাৎ কী এমন ঘটল যে সি আর সেভেন এত বিচলিত? এমন ভাবনা ঘুরপাক খাচ্ছে তার মাথায়? ক্রিশ্চিয়ানো নিজে সে কথা ভাঙেননি।
তবে মা জানিয়েছেন। ৬১ বছরের ডোলারেস বলেছেন, ‘আমি যখনই কোথাও বেরোই, ছেলে বলে বসে, ‘তোমার একজন বডিগার্ড থাকা দরকার। এভাবে একা একা কেন বেরোচ্ছো?’ আসলে ও আমাকে নিয়ে বড্ড ভাবে। কিন্তু আমার বাবা ওই বডিগার্ড চাই না। আমি যেমন আছি, তাতেই খুশি। বডিগার্ড নিয়ে কী হবে? শান্তিতেই তো আছি। বরং ক্রিশ্চিয়ানোর সঙ্গে যখন থাকি, তখন মনে হয় কেউ আক্রমণ করে বসতে পারে। আসলে ওর জনপ্রিয়তা এমনই। তবে তাতে ভয় পাই না মোটেই। ছেলে সঙ্গে আছে, আমার কাছে সেটাই যথেষ্ট।