ভারতের কাছে ১ রানের হারে ভীষণ হতাশ মাশরাফি বিন মুর্তজা। কাউকে দুষছেন না বাংলাদেশের অধিনায়ক। তবে তিনি মনে করছেন, শেষে এক রান করে নিলেই সুপার টেনে প্রথম জয়টি পেয়ে যেতেন তারা।
বুধবার ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাও কাজে লাগাতে পারেননি মাশরাফিরা।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় মাশরাফি জানান, এদিন বোলারদের পারফরম্যান্স ছিল দারুণ, “আমরা শেষ বল পর্যন্ত খেলায় ছিলাম। এই সময়ে এক করে নিলেই হত… কিন্তু এটা হতেই পারে। মাত্র দুই দরকার ছিল কিন্তু এই সময়ে তিন বলে তিন উইকেট হারালাম।”
Read More News
ভারতের বিপক্ষে জয় এসে পড়েছিল হাতের মুঠোয়। এভাবে হারাটা মানতেই পারছেন না অধিনায়ক, “এটা খুবই হতাশাজনক। আমরা সব মিলিয়ে ভালো খেলেছি, …কিন্তু দিন শেষে এটা খুবই হতাশাজনক ছিল আজকে।”
বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ তিন বলে দুই রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ছিল চার উইকেট। হার্দিক পান্ডিয়ার করা বলে ছক্কায় ম্যাচ শেষ করতে গিয়ে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম।
প্রান্ত বদল করে স্ট্রাইক পাওয়া মাহমুদউল্লাহর সামনে সুযোগ ছিল এক রান নিয়ে দুই দলের স্কোর সমান করার। তিনিও ছক্কায় শেষ করতে গিয়ে সীমানায় রবিন্দ্র জাদেজাকে সহজ ক্যাচ দেন।
শেষ বলে শুভাগত হোম চৌধুরী বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। তারপরও রান নিতে চেয়েছিলেন তিনি ও মুস্তাফিজুর রহমান। কিন্তু ধোনির বুদ্ধির কাছে হার মানেন তারা, রান আউট হন মুস্তাফিজ।