ব্রাসেলস বোমা হামলার নেপথ্যে ‘দুই ভাই’

ব্রাসেলসে মঙ্গলবারের হামলার সাথে জড়িত হিসেবে খালিদ এবং ইব্রাহিম আল-বাকরাউয়ি নামের দুই ভাইয়ের নাম প্রকাশ করেছে বেলজিয়ান গণমাধ্যম।
সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, এই দুজন সম্পর্কে পুলিশ আগে থেকেই জানত।
ধারণা করা হচ্ছে, জাভেনতেম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে যে তিনজন সন্দেহভাজনকে দেখা গেছে, তাদের মধ্যে এই দুই ভাইয়ের অন্তত একজন ছিলেন।
Read More News

আরটিবিএফ বলছে, খালিদ আল-বাকরাউয়ি মিথ্যা পরিচয়ে ব্রাসেলসের ফরেস্ট এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে বসবাস করে আসছিলেন। গত সপ্তাহেই ঐ এলাকায় পুলিশের গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়।
ঐ অভিযানের সময়ই পুলিশ গত ১৩ই নবেম্বরের প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আব্দেসলামের আঙ্গুলের ছাপ খুঁজে পায়।
খালিদ আল-বারকাউয়িকে গত শুক্রবারের অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল এবং শুক্রবার একটি আদালতে তার হাজির হওয়ার কথা ছিল।
মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরন এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরনে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।
বেলজিয়ামে এখন তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।
তথাকথিত ইসলামিক স্টেট বলেছে তারা এসব হামলার নেপথ্যে রয়েছে এবং ভবিষ্যতে আরো হামলা হবে।
স্থানীয় সময় দুপুরে (জিএমটি ১১:০০) নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *