কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিশ্বরোড মোড়ে তারা অবরোধ করেন। এ বিক্ষোভে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। পরে ৭২ ঘণ্টার মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেয় পুলিশ। এর ভিত্তিতে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নীলাম্বরী রাকা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কুমিল্লার বিশ্বরোড মোড়ে মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছি। এতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নিয়েছেন। পরে কুমিল্লা কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তনুর হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টা সময় নিয়েছেন।
Read More News