আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার অ্যারিজোনায় ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের বাছাইপর্ব হয়। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প তাদের দলীয় মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন।
Read More News
আগামী ৮ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্যে এই ‘সুপার টুউসডে’ বলে পরিচিত মঙ্গলবার দিনটিকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কখনো কখনো এই দিনটির ভোটাভুটিই প্রার্থীদের জন্য সুস্পষ্ট পার্থক্য গড়ে দেয়।
নির্বাচনে ডেমোক্রেটিক দলে প্রার্থী দুজনই হলেও রিপাবলিকান দলে লড়ছেন ৫ জন। তারা হলেন- ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।