বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন দলের প্রধান দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। ফুড পয়জনিংয়ের কারণে খেলতে পারেননি দারুণ ফর্মে থাকা তামিম ইকবালও। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা ভালোই করেছে বাংলাদেশ। শেষপর্যন্ত অবশ্য মাঠ ছাড়তে হয়েছে ৩ উইকেটের হার নিয়েই। ৯ বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৭ রান সংগ্রহ করে ফেলেছে অস্ট্রেলিয়া।
শেষপর্যায়ে দারুণ বোলিং করে প্রায় হেরে যাওয়া ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল: ১১৯/৩। পরের চার ওভারে বাংলাদেশ তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ার চারটি উইকেট। কিছুটা হলেও চাপের মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বল হাতে শুরুটা ভালোমতো করতে পারলে ফলাফলটা ভিন্ন কিছুও হতে পারত। ম্যাচ শেষে চার ওভার বল করে ২৭ রানের বিনিময়ে সাকিব নিয়েছেন তিনটি উইকেট। দুইটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ।
Read More News
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ২৯ বলে ৪৯, সাকিব আল হাসানের ৩৩, মোহাম্মদ মিথুনের ২৩ ও মুশফিকুর রহিমের ১৫ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৫৬ রান জমা করেছে বাংলাদেশ।