ব্রাসেলসে কয়েকটি হামলা: নিহত অন্তত ২৫

ব্রাসেলসের বিমানবন্দর ও পাতাল রেলে বেশ কয়েকটি বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে।
জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন এলাকায় স্থানীয় সময় সকাল আটটার কিছু পরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তার ঠিক এক ঘণ্টা পরেই আরো একটি বিস্ফোরণ হয় মালবীক মেট্রো স্টেশনে। এই স্টেশনটি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের খুব কাছেই।
বিস্ফোরণের পরপরই বিমানবন্দর ও পাতাল রেল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
প্যারিস হামলায় জড়িত প্রধান এক সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে আটকের চারদিন পর ব্রাসেলসে একের পর এক এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
Read More News

আবদেস্লামকে আটকের পর বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্র উদ্ধারের পর মনে হচ্ছে, আবদেস্লামের সহযোগীরা যেকোনো সময়ে আরো হামলা চালাতে প্রস্তুত।
ফরাসী পুলিশ বলেছে, প্যারিসে যে হামলা হয়েছে মূলত তার পরিকল্পনা হয়েছে ব্রাসেলসে। ওই হামলায় ১৩০ জন নিহত হয়।
বেলজিয়াম সরকার বিমানবন্দরে হতাহতের খবর নিশ্চিত করেছে, কিন্তু তাদের সংখ্যা প্রকাশ করেনি।
বিস্ফোরণের কারণ সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।

তবে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বেলজিয়ান টিভি ভিআরটি বলছে, বিমানবন্দরে লোকজন নিহত হওয়া ছাড়াও আরো অন্তত ৩৫জন গুরুতর জখম হয়েছে।

বেলগা বার্তা সংস্থা বলছে, বিস্ফোরণের আগে গুলির শব্দ এবং আরবি ভাষাতেও কাউকে চিৎকার করতে শোনা গেছে।

কোনো কোনো খবরে এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করা হচ্ছে।

হামলার পরেই শহরের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লোকজনকে যে যেখানে আছে তাকে সেখানেই অবস্থান করতে বলা হচ্ছে। বাতিল করা হয়েছে সকল ফ্লাইট। ব্রাসেলস থেকে এবং ব্রাসেলস অভিমুখী ইউরোস্টারের সব ট্রেন বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *