বিচ্ছেদ হয়ে গেল সাবা-মুরাদের

বিচ্ছেদে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ও নির্মাতা মুরাদ পারভেজ। প্রায় ছয় মাস ধরে তারা আলাদা থাকছেন।
এরই মধ্যে ডিভোর্সের ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়েছেন সোহানা সাবা। চূড়ান্ত ডিভোর্স এখন শুধুই সময়ের ব্যাপার।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সাবা বলেন, আজ অল্প কথায় কিছু ব্যাপারে সবাইকে জানাতে চাই। ব্যক্তিগত জীবনে আমি কী করছি, কী ভাবছি, কোথায় যাচ্ছি, পছন্দ-অপছন্দ এগুলো মানুষকে জানাতে পছন্দ করি না। তবুও বিকৃত হয়ে যাতে নোংরা কাদা ছোড়াছুড়ির সুযোগ বাইরের কেউ না পায় তাই নিজেই আজ কিছু কথা বলতে চাই। ভালোবেসে মুরাদ পারভেজকে বিয়ে করি। আর সেটা অনেক অল্প বয়সে। অনেকটা বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধেই মাত্র ৩ মাসের প্রেম বিয়েতে রূপ নেয়। আমি মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি তখন। মুরাদ ‘দৌড়’ সিরিয়াল পরিচালক হিসেবে পরিচিত। সুন্দর বেশ কটি বছর মুরাদের সঙ্গে কাটিয়েছি। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্নের মতো কিছু বছর পার করেছি। কিন্তু গত ২৭শে সেপ্টেম্বর থেকে আমরা আলাদাভাবে আছি। আমাদের নিজেদের মধ্যে কিছু মতের অমিল হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছি। মুরাদ আমার সবচেয়ে পছন্দের ডিরেক্টর। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বড় বন্ধু, প্রিয় বন্ধু। কিন্তু আমরা সমঝোতার মাধ্যমেই আলাদা থাকার সিদ্ধান্ত নিই। আইনি পদক্ষেপও নিয়েছি দুজন, যার শেষপর্যায়ে চলে এসেছি। ভালো-খারাপ সব সময়ই সবাইকে আমার পাশে পেয়েছি। আশা করি আগামী দিনেও পাবো।
এদিকে বিষয়টি নিয়ে মুরাদ পারভেজের মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *