ক্যাপ্টেন্সির ভুল বাংলাদেশের হারের কারণ

ওই সময় উনি এদের দিয়ে বল না করিয়ে হঠাৎ করে চলে গেলেন সাকলাইন সজীবের কাছে, ওই ওভারেই ১৩/১৪ রান হয়ে গেল। খেলাটা হাতের বাইরে চলে গেল”।
সব মিলিয়ে স্ট্র্যাটেজিক ক্যাপ্টেন্সির ভুল আমার কাছে বাংলাদেশের হারের প্রধান কারণ -বলেন বোরিয়া মজুমদার।
তাঁর মতে, “এটা বাংলাদেশের ম্যাচ ছিলো, বাংলাদেশ জিততে পারতো ।

bangla news paper

“কালকের ম্যাচেও ৪৯ নটআউট থেকে গেলেন উনি । খুব সহজেই তিনি আরও বেশি করতে পারতেন। আর বাংলাদেশের রানটা যদি ১৫৬ এর বদলে ১৭০ হতো তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আরও অনেক অনেক বেশি থাকতো”-বলেন মি: মজুমদার।
“তারপর দ্বিতীয় বিষয়- যখন ৫টা উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার, তখন সাকিব, আল আমিন, মুস্তাফিজ এ তিনজনেরই ১টা করে ওভার বাকি আছে , সেখানে কেন মাশরাফি এ তিনজনকে দিয়ে বল করিয়ে তখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর চাপ দেবেননা?”-বলেন মি: মজুমদার।
Read More News

“ওই সময় উনি এদের দিয়ে বল না করিয়ে হঠাৎ করে চলে গেলেন সাকলাইন সজীবের কাছে, ওই ওভারেই ১৩/১৪ রান হয়ে গেল। খেলাটা হাতের বাইরে চলে গেল”।
“সব মিলিয়ে স্ট্র্যাটেজিক ক্যাপ্টেন্সির ভুল আমার কাছে বাংলাদেশের হারের প্রধান কারণ”-বলেন বোরিয়া মজুমদার।
তাঁর মতে, “এটা বাংলাদেশের ম্যাচ ছিলো, বাংলাদেশ জিততে পারতো”।

 

bangla news paper

এই হারের পর কি টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা থাকলো?

বোরিয়া মজুমদার বলছেন “অঙ্কের বিচারে হয়তো থাকে কিন্তু প্রায়োগিকভাবে নয়”।

“রানরেটে বাংলাদেশ যেভাবে পিছিয়ে গেল, বিশেষ করে পাকিস্তানের কাছে বড় হারের পরে। অতি বড় সমর্থক হয়ে এটা আশা করা ঠিকনা বাংলাদেশ এগুবে। বাংলাদেশ এখন সম্মানের জন্য খেলবে”।

“আমি ধরে নিচ্ছি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ জিতেও যায় তারপরও সেমিফাইনালে উঠার সম্ভাবনা বাংলাদেশের নেই”-বলেন মি: মজুমদার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে তাসকিন না থাকায় দলের জন্য এটা বড় বিষয় বলে উল্লেখ করেছেন বোরিয়া মজুমদার।

তিনি বলছিলেন, “একদিক থেকে মুস্তাফিজ অন্যদিক থেকে যদি তাসকিন বল করা শুরু করতেন তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতো”।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা টেনে এনে বোরিয়া মজুমদার বলেনর “আমি একটা কথা বারবার আপনাকে বলছি-এই টিমে মাশরাফি কী হিসেবে খেলছেন? বল হিসেবে ১২০ মি: মিডিয়াম পেস যেটার প্র্যাকটিক্যালি এখন আর কোনও মূল্য নেই! ব্যাটসম্যান হিসেবে উনি সেই ধার হারিয়েছেন, ৭ বা ৮ বা ৯-এ ব্যাট করছেন কি শুধু ক্যাপ্টেন্সির জন্যে? মাশরাফির ট্যালেন্ট অনুযায়ী এই টিমে খেলার বিষয়টা উনি নিজে কিভাবে জাস্টিফাই করছেন বা সিলেক্টররা কিভাবে জাস্টিফাই করছেন –এই প্রশ্নটা আমি করতে চাই”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *