পলিথিনের মেসির কথা মনে আছে তো? ওই যে নীল-সাদা চেকের পলিথিনের ব্যাগ কেটে বানানো মেসির জার্সি পড়ে থাকা শিশু মুতর্জার কথা। এবার আর্জেন্টিনার আসল জার্সি পেল এই ক্ষুদে তারকা। মেসির স্বাক্ষর করা ‘দশ নম্বর’ জার্সি মুর্তজার পরিবারকে পাঠিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। কেবল মুর্তজাই নয় তার পরিবারের জন্যও বেশ কয়েকটি জার্সি পাঠানো হয়েছে। ইউনিসেফের শুভেচ্ছা দূত মেসির ‘ম্যানেজমেন্ট টিম’ বৃহস্পতিবার জার্সি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।নতুন জার্সি পেয়ে যারপরনয় খুশি মুর্তজা। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মেসিকে ভালোবাসি। মেসি আমাকে ভালোবাসে।
Read More News