হবিগঞ্জ সদরের মশাজান নোয়াবাদ গ্রামে বালু তোলা নিয়ে সংঘর্ষে তাসফিয়া আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। তাসফিয়া নিহত হওয়া ছাড়াও অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর হয় বলে পুলিশ জানায়। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, ওই গ্রামের কাছের খোয়াই নদীর একটি অংশ লিজ নিয়ে বালু উত্তোলন করে আসছেন জেলা ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু, ছাব্বির আহমেদ রনিসহ কয়েকজন। নদী থেকে বালু উত্তোলন করার সময় গ্রামের মুরব্বি আম্বর আলী, মন্নর আলীসহ কয়েকজন বাধা দেন। এ নিয়ে মারামারি সৃষ্টি হয়। রাত ১১টার দিকে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামিয়ে দেড় বছরের ওই শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে বলে জানান ওসি।
Read More News