স্টার্টআপদের সবচেয়ে বড় ইভেন্ট ইনোভেশন এক্সট্রিম

সফলভাবে দ্বিতীয়বারের মতো স্টার্টআপদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় স্টার্টআপ ইভেন্ট ইনোভেশন এক্সট্রিম আয়োজন করেছে স্টার্টআপ, বিজনেস এবং ইনভেস্টরদের জন্য কনটেন্ট এবং ইভেন্ট প্লাটফর্ম এসডি এশিয়া। গত শনিবার ঢাকার র‌্যাডিসন হোটেলে ওয়াটার ব্লু গার্ডেনে ইনোভেশন এক্সট্রিম ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের স্পন্সর করা এই ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ফেসবুক, দৈনিক ইত্তেফাক এবং টেক ইন এশিয়া। গ্রামীণফোনের পাশাপাশি মাইক্রোসফট, আইপিডিসি এবং টপ অব মাইন্ডও স্পন্সর করছে এই ইভেন্ট। বাংলাদেশ : দ্য নেক্সট টেক ফ্রন্টিয়ার থিম নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বছরের ইভেন্ট। এবারের ইভেন্টে দেশের ২৫টি স্টার্টআপসহ ২৫ জন নামকরা ইন্ডাস্ট্রি ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোস্তাফিজুর রাহমান খান জানান, ‘একদিনের ইনোভেশন এক্সট্রিম ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পেয়েছে। একই ছাদের নিচে এই ইভেন্টে ইন্টারনেট এবং টেক নিয়ে জড়িত উদ্যোক্তা, বিনিয়োগকারীদের নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’ ১২টি সেশনে বিভক্ত ছিল এবারের ইভেন্ট। বিনিয়োগকারীরা কীভাবে দেশী স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবে তার প্রতিচ্ছবি ছিল প্রতিটি সেশনেই। বক্তারা তাদের বক্তব্যে কীভাবে অনেক প্রতিকূলতা পার হয়ে টেক স্টার্টআপকে সফল করতে হবে তার কথাই বলেছেন। ইনভেস্টর স্পিড ডেটিং সেশনে দেশী স্টার্টআপগুলো বিনিয়োগকারীদের সামনে নিজেদের স্টার্টআপকে তুলে ধরার সুযোগ পেয়েছেন। তাছাড়া প্রত্যেকটি স্টার্টআপের জন্য ছিল ১০ হাজার মার্কিন ডলার সমমানের মাইক্রোসফট ইয়ুথ-পার্ক/বিজপার্ক প্যাকেজ। সেরা ছয়টি স্টার্টআপ (ট্রিপলি, লেটস টক, রেপ্টো, চলো, লাইট ক্যাসেল পার্টনার্স এবং সেবা) প্রত্যেকে জিতে নিয়েছেন ৫০ হাজার মার্কিন ডলার সমমানের ফেসবুক প্যাকেজ। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, ফেসবুক, মাইক্রোসফট, বোস্টন কনসাল্টিং গ্রুপ, সিগন্যাল ভেঞ্চার্স, মাস্টারকার্ড, আইএমজে ইনভেস্টমেন্ট পার্টনার্স, বঙ্গ, টপ অব মাইন্ড, রেজার ক্যাপিটাল, সহজ ডটকম, গো বিডি , বিডি জবস, চালডাল ডটকম, এইটরোডস ভেঞ্চার এবং এসডি এশিয়াসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিয়েছেন ইনোভেশন এক্সট্রিম ইভেন্টটিতে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *