গানের মানুষ হলেও ইদানীং অভিনয় নিয়েই বেশি ব্যস্ত পার্থ বড়ুয়া। চাহিদা থাকা সত্ত্বেও নিজের ব্যান্ড সোলস থেকে অনেকদিন ধরেই কোনো গান প্রকাশ করছেন না। সম্প্রতি নতুন অ্যালবাম বের করার ঘোষণা দিয়েছে সোলস। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সোলস গোল্ড’। সোলস ভক্তদের জন্য আরও একটি সুখবর হচ্ছে- অ্যালবামটির ‘চাই তোমাকে’ শিরোনামের একটি গান আগামী পহেলা বৈশাখে রিলিজ দেয়া হবে বলে জানিয়েছেন পার্থ বড়ুয়া। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শুরু হয়েছে। গানটির মডেল হিসেবে উপস্থাপিকা ও মডেল আমব্রিনের সঙ্গে পার্থ বড়ুয়া নিজেও অংশ নিচ্ছেন। এর শুটিং হবে বাংলাদেশ ও নেপালে। প্রথমবারের মতো সোলসের গানে মডেল হওয়া প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘আমি সোলসের ভক্ত। তাই প্রিয় ব্যান্ড দলের গানের মডেলিং হতে পেরে বেশ ভালো লাগছে।’ পার্থ বড়ুয়া বলেন, ‘গল্পের প্রয়োজনেই আমব্রিনকে দিয়ে মডেলিং করানো হচ্ছে। আসছে পহেলা বৈশাখে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের বেশ ভালো লাগবে।’ এ ছাড়াও পহেলা বৈশাখের পরে প্রতি মাসেই একটি করে ভিডিও গান প্রকাশ করার ইচ্ছা আছে বলেও জানান পার্থ বড়ুয়া।
Read More News