নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। তিনি সাত খুন মামলার আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামিদের উপস্থিতিতে আজ সোমবার সকালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, ‘আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছেন এমন একজন ম্যাজিস্ট্রেট আজ আদালতে সাক্ষ্য দেবেন বলে কথা রয়েছে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সাত খুন মামলার সুষ্ঠু ও ন্যায়বিচার সম্পন্ন করতে। সেজন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।’ মাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাউন্সিলর নূর হোসেন, র্যাব ১১- এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে তাঁদের লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়। ৩০ এপ্রিল ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়।
Read More News