পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যানসহ ওই প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
Read More News

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সৈয়দ টি এ মোজাফ্ফর আলী, মতিলাল বেপারি। তাঁদের সহযোগিতা করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা।

আগামী তিন সপ্তাহের মধ্যে আদালত অবমাননার আবেদনের বিবাদী আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, মহাব্যবস্থাপক মিজানুর রহমান (ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি), আরইবির মানবসম্পদ বিভাগের পরিচালক মো. তৌহিদুল ইসলাম ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৩১ মে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীদের বিরুদ্ধে কোনো প্রকার হয়রানিমূলক ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের ওই আদেশ অমান্য করায় পল্লী বিদ্যুৎ বোর্ড কর্মচারী শ্রমিক লীগের পক্ষে সংগঠনের নেতা এনামুল হক ও সোহেল রানা এ আবেদন করেন। আবেদনের শুনানি করে আজ আদালত এ রুল জারি করেন।

এর আগে গত ৬ মার্চ আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *