পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে ইউরোপে

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পূর্ব এবং পশ্চিম ইউরোপ। শুক্রবার এ শংকার কথা জানিয়েছেন রাশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইগর ইভানভ। আশির দশকের পরের যে কোনো সময়ের চেয়ে ইউরোপে বর্তমানে পরমাণু যুদ্ধের ঝুঁকি বেশি বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে রাশিয়া সরকারের মস্কোভিত্তিক একটি থিংক ট্যাংক গ্রুপের প্রধান ইভানভ বলেন, ‘ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহার করে সংঘাতের ঝুঁকি আশির দশকের চেয়ে বেশি।’ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিজেদের পরমাণবিক অস্ত্রাগার বাড়ানোর ফলে শান্তির সম্ভাবনা কমে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্যমতে, ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত এই দুই দেশের পরমাণবিক বোমার সংখ্যা ছিল সাত হাজারের বেশি, যা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশ।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *