নায়ক নিয়ে মাহির আপত্তি

বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজের মাধ্যমে ২০১২ সালে চলচ্চিত্রে আসেন মাহিয়া মাহি। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান। অভিনয়ের চেয়ে নানা গুঞ্জন আর বিতর্কিত কর্মকাণ্ড দিয়েই বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ছবিতে বাপ্পি সাহার বিপরীতে দেখা গেলেও সম্প্রতি তার বিপরীতে অভিনয় করতে আপত্তি জানিয়েছেন মাহি। শুধু বাপ্পিই নয়, বর্তমান দেশী চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতেও অভিনয় করতে নাকি আপত্তি রয়েছে তার! বিশেষ এক সূত্রের বরাতে জানা গেছে, ‘লাভ আজকাল’ ছবিতে শাকিব খানের বিপরীতে মাহিকে দেখা গেলেও এ দু’জনকে আর কখনও একফ্রেমে দেখা যাবে না। সম্প্রতি মাহির কাছে নতুন একটি ছবির প্রস্তাব নিয়ে যান এক পরিচালক। মাহি তাকে জানিয়ে দেন, শাকিব-বাপ্পি ছবিতে থাকলে তিনি ছবি করবেন না। যদিও এ ব্যাপারে মাহির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। কিংবা আমিও এরকম কাউকে বলিনি।’ প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরু থেকেই মাহির সঙ্গে জাজের কর্ণধার আবদুল আজিজের প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুজব উঠেছিল। যদিও সেসব গুজব নিয়ে মোটেও মাথা ঘামাননি এ নায়িকা। এরপর অজ্ঞাত কারণে গেল বছরের মাঝামাঝি সময় থেকে আজিজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। সেই থেকে জাজের কোনো ছবিতে তাকে দেখা যায়নি। সর্বশেষ মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে দেখা গেছে তাকে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *